শাহজাদপুরে শামীমের মেয়র প্রার্থীতা ঘোষণা

মাসুদ মোশাররফ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আগামী পৌর নির্বাচনে বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন শামীমের সংবাদ সন্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বিএনপির এক সময়ের তুখোড় ও ত্যাগী নেতা।

গত মঙ্গলবার দুপুরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান তৃপ্তি জর্দা ফ্যাক্টরীতে তিনি এ সংবাদ সন্মেলন করেন। এসময় তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে প্রথম ছাত্রদলের দপ্তর সম্পাদক পদ থেকে শুরু করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সর্বশেষ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিএনপির দুর্দিনে দলের সাথে থেকে দলের সেবা করেছেন এবং এখনও করছেন।

তিনি দাবি করে বলেন, তার পরিবার রক্ত-মাংসে বিএনপির সমর্থক। কারণ, ১৯৭২ সালে শাহজাদপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা একদিনে এক সাথে যে ছয় জনকে হত্যা করা হয় তার মধ্যে দুই জনই তার পরিবারের সদস্য। একজন তার চাচা অপরজন তার ফুফাতো ভাই। তিনি দাবি করেন, ১৯৯৩ সালেই তিনি প্রথম পৌর সভার মেয়র প্রার্থী ছিলেন। কিন্তু জেলা বিএনপির আহবানে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং বিএনপির প্রার্থী প্রয়াত আনোয়ার হোসেন মানিকের পক্ষে কাজ করেন।

আওয়ামী লীগের শাসনামলে অনেকবার মামলা-হামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন মামলায় জেল খেটেছেন ও এখন পর্যন্ত সেইসব মামলায় হাজিরা দিয়ে যাচ্ছেন। তিনি উদাহরণ টেনে বলেন, ২০১৮ সালে এমপি প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে তারা দুইজন কেএম তরিকুল ইসলাম আরিফ এবং তিনিসহ ফিরোজ হাসান ফাইট, মাসুদ খান ও ছাত্রনেতা তুষার গ্রেফতার হন। পরে জেল খাটা শেষে জামিন পেলেও এখন পর্যন্ত ওই মামলায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।

তিনি আগামী পৌর মেয়র নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন এবং তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এক প্রশ্নের জবাবে মোঃ জাহাঙ্গীর হোসেন শামীম বলেন, বিএনপির পক্ষ থেকে আমাকে ছাড়া যদি অন্য কাউকে উপযুক্ত মনে করে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো না। অবশ্যই ওই প্রার্থীর পক্ষে কাজ করবো। সংবাদ সন্মেলনে শাহজাদপুরে কর্মরত সকল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সুজা/০৯/২৪

Comments (0)
Add Comment