গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় মানববন্ধন

উপকণ্ঠ প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মাওনা, শ্রীপুর, গাজীপুরস্থ ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যারস লি. এর ৩২৮ জন শ্রমিক চাকরিচ্যুতি এবং ব্লাক লিস্টের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।দীর্ঘ আট মাস বেকার থাকার পর তারা এই কর্মসুচি পালন করতে বাধ্য হন।
মানববন্ধনে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যারস লিঃ এর শ্রমিক মোঃ আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি, গাজীপুর আঞ্চলিক কমিটির নারী বিষয়ক সম্পাদক মৌসুমী হাওলাদার, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল এন্ড লেদার ও ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি ফরিদা পারভীন, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি মোসাঃ কুলসুম আক্তার, ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যারস লিঃ এর শ্রমিক আবু হানিফ, মোঃ সোহেল, লিপি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তাগন বলেন, কাজ করে যে শ্রমিকের জীবন জীবিকা চলে, সেই শ্রমিকের নামের তালিকা ব্লকলিস্টে দিয়ে একই কুচক্রী মহল দেশের শ্রমখাতকে ধ্বংসের পায়তারা করছে। কারখানা মালিক বাংলাদেশ শ্রম আইনকে তোয়াক্কা না করে শ্রমিকদের সম্পূর্ণ বে-আইনীভাবে চাকরিচ্যুত এবং ব্ল্যাকলিস্ট করে তাদের শ্রম অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছেন। শ্রমিকরা চাকরিচ্যুত হয়ে অন্যত্র চাকরিও করতে পারছেন না। এতে শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।

দীর্ঘ ৮ মাস কর্মহীন অবস্থায় পরিবারের শিশু সন্তানদের পড়াশোনা ও বৃদ্ধদের চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে। আমরা মালিকপক্ষে এ অমানবিক নীতিহীন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অতিদ্রুত কর্মহীন এই ৩২৮ জন শ্রমিকদের নাম ব্ল্যাকলিস্ট থেকে প্রত্যাহার করা না হলে অচিরেই মাওনা, শ্রীপুর বৃহত্তর শ্রম আন্দোলনের মাধ্যমে বিজিএমইএ ভবন, শ্রম দপ্তর ঘেরাও করা হবে।

সুজা/০৯/২৪

Comments (0)
Add Comment