জীবন সত্যি অনেক সুন্দর ও আনন্দময়

সীমা আখতার

মাঝে মাঝে কারো জন্য মন কেমন করে, অনেক বেশি উতলা হয় প্রিয় মানুষটির কথা ভেবে, খুব দেখতে ইচ্ছে করে, ছুঁতে হচ্ছে করে।

এই অনুভূতিটুকু অনুভব করা অপরাধ নয়, কারণ এতে বোঝা যায়, ভালোবাসার মায়াজালে বাঁধা পড়ার মতো একটা মন এখনো তোমার আছে। কারো ছলনায় মনটা পুড়ে ধ্বংস হয়ে যায়নি। বরং বুকের ভেতর দীর্ঘশ্বাস জমিয়ে হৃদয়টা এখনো বেঁচে আছে কারো অপেক্ষায়।

মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ইচ্ছে করে। এই ইচ্ছেটা লজ্জার নয়। আয়নার প্রতিবিম্বে দাঁড়িয়ে সাজা বা চোখে চোখ রেখে কথা বলাটা দোষের নয়, বরং এতে বোঝা যায় মন থেকে মনের সৌন্দর্য এখনো হারিয়ে যায়নি। একাকীত্ব আর নিঃসঙ্গতায় ঘিরে থেকেও নিজেকে নতুন রূপে রাঙ্গানোর চেষ্টাটা এখনো তোমার আছে।

মাঝে মাঝে গভীর রাতে একাকী চোখের জল ফেলতে হয়, এটা পাপ নয়। এতে কষ্ট বাড়ে না অনেকটাই কমে। জীবনের অগণিত হিসাব না মিলাতে পারলেই এমনটা হয়। এতে ভেঙ্গে পড়ার কিছু নেই। বরং এটাই ভাবা উচিত-তোমার ভেতরে বিবেক নামক যে বস্তুটা আছে সেটা এখনো পুরো অচল হয়ে যায়নি।

মাঝে মাঝে গুনগুন করে একাকী আনমনে গান গাইতে হয়, এতে নিজেকে বোকা ভাবার কিছু নেই। ব্যস্তময় জীবনের টানাপোড়েনে মনটা যখন বিষিয়ে যায় তখন মনটাকে প্রফুল্ল করতে হয়। বরং এতে বোঝা যায়, বুকের ভেতরে খুব গোপনে প্রেমটা এখনো তোমার আছে।

মাঝে মাঝে প্রিয় মানুষটির সাথে প্রচন্ড রাগ নিয়ে তুমুল ঝগড়ার ঝড় তুলতে হয়, কিছুটা অন্যায় করা হোক। অপরাধটা নিজের জানা শর্তেও অভিমান করতে হয়। যদি ভালোবাসার মানুষটি অভিমান ভাঙিয়ে হাতটি ধরে রাখে, তবে এটা খারাপ কিছু নয়। বরং এতে বোঝা যায়, তুমি কারো ভালোবাসার মানুষ হয়ে এখনো রয়েছো তার হৃদয়ের পুরোটা জুড়ে।

মাঝে মাঝে পুরোনো অ্যালবাম খুলে হারানো স্মৃতিতে ফিরে যেতে হয়। এটা অনৈতিক কিছু নয়। প্রচন্ড দ্বিধা আর দ্বন্দের মধ্যে থেকে নিজের মনকে তখন প্রশ্ন করে দেখো, ছবিগুলো দেখে সে কি বলে? সে অবশ্যই বলবে, আমি আবারো ফেলে আসা সোনালী দিনে ফিরে যেতে চাই, নতুন করে আবার বাঁচতে চাই। এটা অবাঞ্চিত কিছু চাওয়া নয় বরং এতে বোঝা যায়, তুমি মানুষের মতো মানুষ হয়ে সকল প্রতিকূলতা ছাড়িয়ে হাজার বছর বাঁচতে চাও।

তাই মাঝে মাঝে নিজেকে নিয়ে একা একা বসতে হয়, মনের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে হয়। নিজেকে নিজেই রাঙাতে হয়, এতে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায়।

আমরা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে সামান্য কিছু না পাওয়ার ব্যর্থতার কাছে হেরে যাই। ফেলে আসা সকল সুখগুলো ভুলে যাই। কিছু সময়ের একাকিত্বের কাছে সমস্ত ভালো লাগার প্রাপ্তিগুলো মিথ্যে প্রমান করে দেই। আত্নহত্যা করতে চাই। কিন্তু কেন?

জীবনের চরম বিষাদময় মুহূর্তগুলোতে নিজেকে একটু সময় দিন, মনের কথাগুলো শুনুন। দেখবেন জীবন আপনার কাছে সময়ের হাত ধরে অগণিত শান্তির পুরস্কার নিয়ে হাজির হবে। জীবন সত্যি অনেক সুন্দর, অনেক আনন্দময়। শুধু উপভোগ করার ফর্মূলাটা জানতে হয়।

সীমা আখতার: লেখক ও ব্লগার।

সুজা/০৯/২৪

Comments (0)
Add Comment