জলবায়ু ইস্যুতে গুতেরেসের হুঁশিয়ারি: সময় নেই, এখনই পদক্ষেপ নিতে হবে

0

মোঃ আব্দুস সামাদ : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে একের পর এক সংকটের মধ্যেও জলবায়ু সংকট মোকাবেলায় গতি কমানো চলবে না। বরং এখনই সময়, কার্যকর পদক্ষেপ নেওয়ার।

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্বের ১৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা অংশ নেন। এতে চীন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন, আসিয়ান, কারিকম ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র জোটের প্রতিনিধিরাও ছিলেন।

এই বৈঠক শেষে নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেস বলেন, “বিশ্বের নানা প্রান্তে মানুষ আজ জলবায়ু বিপর্যয়ের শিকার। দারিদ্র্য বাড়ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সংঘাত বাড়ছে। তাই আর দেরি করার সুযোগ নেই।”

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। “বিজ্ঞান আমাদের পক্ষে, অর্থনীতিও বদলে গেছে। এখন নবায়নযোগ্য শক্তিই সবচেয়ে সাশ্রয়ী, সবচেয়ে টেকসই।”

দুইটি বড় আহ্বান

গুতেরেস বৈঠকে নেতাদের প্রতি দুইটি প্রধান আহ্বান জানান:

১. শক্তিশালী জলবায়ু পরিকল্পনা:
প্রতিটি দেশ যেন কপ৩০ সম্মেলনের আগেই তাদের নতুন জলবায়ু পরিকল্পনা (NDC) জমা দেয়, যা ১.৫ ডিগ্রি লক্ষ্য অনুযায়ী নির্ধারিত হবে। এতে সব ধরনের গ্যাস ও সব খাতের কথা উল্লেখ থাকতে হবে।

২. উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা:
তিনি বলেন, “যারা জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযোজন ফান্ডে অর্থায়ন দ্বিগুণ করতে হবে।”

গুতেরেস আফ্রিকার পরিস্থিতিও তুলে ধরেন। বলেন, “বিশ্বের ৬০% সূর্যশক্তির সম্ভাবনা আফ্রিকায়, অথচ সেখানে মাত্র ১.৫% সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এটা দ্রুত বদলাতে হবে।”

যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন জীবাশ্ম জ্বালানিকে সমর্থন করছেন, তখন গুতেরেস বলেন, “যুক্তরাষ্ট্র একটি বাজার অর্থনীতি। এখানকার বেসরকারি খাত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক বেশি এগিয়ে। আমরা শুধু জাতীয় নেতৃত্বকে নয়, পুরো সমাজকে দেখতে চাই।”

চীনের প্রসঙ্গে তিনি জানান, “চীন এই বৈঠকে অংশ নেয় এবং প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেন, তাদের নতুন জলবায়ু পরিকল্পনায় সব খাত ও সব ধরনের গ্যাস অন্তর্ভুক্ত থাকবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা।”

শেষ কথা

গুতেরেস বলেন, “জলবায়ু ইস্যুতে আর পিছু হটার সুযোগ নেই। আমরা থামবো না, হাল ছাড়বো না, লড়াই চালিয়ে যাবো।”

Leave A Reply

Your email address will not be published.