একজন মাস্টার টেইলার হিসেবে বিশেষ অবদান রাখায় সুপার স্টার টেইলার্স এন্ড ফেব্রিক্সের কর্ণধার মাস্টার শাহ আলম ভূঁঞা ট্র্যাব অ্যাওয়ার্ডে ভূষিত হন। শনিবার, ২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি তিন তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তিনি এই সম্মাননা লাভ করেন। তার হাতে ট্র্যাব অ্যাওয়ার্ডটি তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াৎ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি বীরমুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিশেষ অতিথি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ট্র্যাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। শাহ আলম ভূঁঞা ছাড়াও অনুষ্ঠানে ট্র্যাব অ্যাওয়ার্ডে ভূষিত হন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, চিত্রনায়িকা ইয়ামীন হক ববি, নায়ক শিপন মিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরো অনেকে। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে ছোট্ট সোনামণিদের নাচ, গান ও আবৃত্তিতে পুরো অনুষ্ঠান মুখরিত ছিল দর্শক আনন্দে।
সুজা/১১/২৪