সিন্ডিকেট ভাঙতে সহায়ক হবে ‘বাজারদর’

সুহৃদ জাহাঙ্গীর

0

নিত্যপণ্যের বাজার দর নিরুপণের লক্ষ্যে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অধীন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) শিক্ষার্থী মোঃ ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন একটি অ্যাপ। যার নামকরণ করা হয়েছে ‘বাজারদর’। বাজার সিন্ডিকেট ভাঙতেও এ অ্যাপটি সহায়ক হবে বলে আশাবাদী উদ্ভাবক ও তার প্রতিষ্ঠান।

১৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের আত্মপ্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন ড্যাফোডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।  ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অ্যাপটি উপস্থাপন করেন এর উদ্ভাবক মোঃ ইব্রাহিম মোল্লা। বক্তব্য দেন ডিআইআইটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ ইমরান হোসেন, এমবিএ কোর্সের প্রধান মোঃ ওমর ফারুক ও বিবিএ কোর্সের প্রধান লক্ষণ চন্দ্র রবি দাস।

মোঃ ইব্রাহিম মোল্লা তার তৈরি অ্যাপটি বাংলাদেশ সরকারকে বিনামূল্যে প্রদান করতে আগ্রহী।

ওই দিন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর নির্মাতা মোঃ ইব্রাহিম মোল্লা আশাবাদী জানান, অ্যাপটি শুধু গ্রাহকদের সঠিক বাজার মূল্যই জানাতে সক্ষমতা নয়, বরং এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন, বাজারে গিয়ে অতিরিক্ত দাম চাইলে গ্রাহক সহজে সরকার নির্ধারিত মূল্য পরিসর দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এটি ব্যবহারকারীদের সঠিক মূল্য নিশ্চিত করতে সহায়ক এবং অতিরিক্ত দাম থেকেও রক্ষা করবে।

অ্যাপটির উদ্ভাবক জানান, এর মাধ্যমে খাদ্যদ্রব্যের জেলাভিত্তিক সঠিক মূল্য তালিকা প্রদান করে, যা সাধারণত দেশব্যাপী চালু করা যাবে। প্রতি জেলার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত যোগাযোগ নম্বর প্রদর্শিত হবে। অর্থাৎ, যদি কোনো দোকানদার অতিরিক্ত দাম দাবি করে, গ্রাহক সহজেই সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। জেলাভিত্তিক খাদ্য মূল্যের তথ্য সংগ্রহ করা যাবে এ অ্যাপের মাধ্যমে।

অ্যাপটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, বাজারদর অ্যাপে ইন্টারনেট সংযোগ ছাড়াই আগের ডাটা লোডের মাধ্যমে কাজ করা সম্ভব, তাই গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী; কোনো সরকারি অর্থ ছাড়াই স্বাধীনভাবে পরিচালিত। বিনামূল্যে সেবা প্রদান করবে।

তিনি জানান, অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য ডিজাইন যা সকল ব্যবহারকারীর জন্য তথ্য দ্রুত খুঁজে পেতে সহায়ক হবে। পরিষ্কার এবং সুসংগঠিতও, যা নতুন ব্যবহারকারীদের জন্যও সহজে বোঝার উপযোগী। সম্পূর্ণ তৃতীয় পক্ষ মুক্ত ও স্বাধীন পরিচালনার ক্ষেত্রে। ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করবে। সার্বজনীন প্রবেশাধিকার প্রদান করবে। ইন্টারনেট সংযোগ ছাড়াও আগের ডাটা অ্যাক্সেস করা যাবে। অ্যাপের ব্যবহার অত্যন্ত সহজ ইউজার ফ্রেন্ডলী এবং সরকারি কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রদান ব্যয় হবে এককালীন সর্বোচ্চ ১ ঘন্টা।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাপ বাজারের দাম নিশ্চিত করণে বিপ্লব সাধন করবে এবং বাজার সিন্ডিকেট ভাঙার সহায়ক হবে। এই অ্যাপের মাধ্যমে অতিরিক্ত কর্মী নিয়োগের প্রয়োজন নেই এবং এটি সম্পূর্ণভাবে সরকারকে বিনা মূল্যে হস্তান্তর করা হবে। ড্যাফোডিল পরিবার এই উদ্যোগের স্পনসর এবং অত্যন্ত আগ্রহী যে, নতুন প্রযুক্তি মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। যা অনস্বীকার্য।

সুজা/০৯/২৪

Leave A Reply

Your email address will not be published.