জবি’তে ছাত্রলীগ অবাঞ্চিত

জবি প্রতিনিধি

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ কর্মীদের অবাঞ্চিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার দুপুর ২ টায় ব্যানারে ছাত্রলীগ কর্মীদের নাম ও ব্যাচ লিখে টানিয়ে দেওয়া হয় হলের সম্মুখ ভাগে।

ব্যানারের লিখায় দেখা যায়, ‘গনহত্যা সমর্থনকারীদের অবাঞ্চিত ঘোষণা’। এর নিচে লিখা দেখা যায়, জুলাই বিল্পবের বিপক্ষে থাকা ও গনহত্যা সমর্থনকারী ছাত্রলীগ কর্মীদের ফজিলাতুন্নেছা মুজিব হলে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

যাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে, মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্না পাটোয়ারী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের মৈত্রীবাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম, গনিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি, দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা, শিক্ষা ও গবেষণার ফারহানা ঐশী।

সুজা/০৯/২৪

Leave A Reply

Your email address will not be published.