বাংলাদেশের জলবায়ু রেজল্যুশন গৃহীত

0

মোঃ আব্দুস সামাদ : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের ‘মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন’বিষয়ক রেজল্যুশন গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার কাউন্সিলের ৫৯তম অধিবেশনে বাংলাদেশ, ফিলিপাইন ও ভিয়েতনামের সমন্বয়ে গঠিত কোর গ্রুপের পক্ষে বাংলাদেশ নেতৃত্ব দেয়। সর্বসম্মতিক্রমে রেজল্যুশন গ্রহণের সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে বিরূপ প্রভাব পড়ছে। বিশেষ করে তাদের জীবন, স্বাস্থ্য, আবাসস্থল, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের গতিপথ হুমকির মুখে রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু তহবিলের মধ্যকার বিদ্যমান বিরাট ব্যবধান এ রেজুল্যুশনে প্রতিফলিত হয়েছে।

 

এ রেজল্যুশনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন, বর্ধিত, উপযুক্ত ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের উপায় খুঁজে বের করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.