বাড়াবিলে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা প্রতিবাদ করায় মারপিট

মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

0

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাড়াবিল প্যাচপাড়া গ্রামে রাস্তা নির্মাণে প্রতিবাদ করায় জমির মালিককে মারপিটের ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল দিঘলাপাড়ার ভিতর দিয়ে কবরস্থান পর্যন্ত একটি রাস্তা তৈরির অংশ হিসেবে মৃত হাজী বেলালের পুত্র হাসিবুল ইসলাম ওরফে ফরহাদকে এলাকাবাসী ১২ ফুট জায়গা ছেড়ে দিতে বললে তিনি তা ছেড়ে দেন। পরবর্তীতে আরও অতিরিক্ত জায়গা দাবী করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয় রাস্তা নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ২৪ নভেম্বর বাড়াবিল আঃ সাত্তারের বাড়ির সামনে পৌছলে জহুরুল ইসলাম, সানাউল্লাহ, ইউনুস আলী, রিপন শরিফুল ইসলাম ও আব্দুল্লাহ মামুন পথরোধ করে দেশি অস্ত্রসস্ত্র নিয়ে হাসিবুলের উপর হামলা করে।

এসময় রাস্তা তৈরির জন্য অতিরিক্ত জমি না দিলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। হাসিবুলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

এ ব্যাপারে রাস্তার নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান, হাসিবুলের সাথে কথা বলেই রাস্তা তৈরি করা হচ্ছে। তবে অতিরিক্ত জায়গাটি ছাড়া রাস্তা তৈরি সম্ভব হচ্ছে না বিধায় তাকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছুতেই রাজী না হওয়ায় রাস্তা তৈরিতে বিপত্তি ঘটছে।

সুজা/১১/২৪

Leave A Reply

Your email address will not be published.