আবারও নতুন লুকে রুনা খান

বিনোদন প্রতিবেদক

0

একটা সময় নাটকে মোটামুটি নিয়মিত ছিলেন অভিনেত্রী রুনা খান। কিন্তু বিয়ের পর আকস্মিক মুটিয়ে এবং সন্তানের মা হয়ে মিডিয়া থেকে হারিয়ে যান তিনি। তবে সাম্প্রতিক সময়ে নিজের ফেসবুকে প্রায় অর্ধনগ্ন তথা শরীর সর্বস্ব ছবি পোস্ট করে আলোচনায় থাকার চেষ্টা করেন এই অভিনেত্রী। এমনকী এসব ছবি নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হয় নিয়মিত। বেশ কিছু আবেদনময়ী লুকে তোলা ছবি এই অভিনেত্রীর ভাইরালও হয়েছে। তবে ছবিগুলো যতটা ভাইরাল বা আলোচিত হয়েছে, ঠিক এর চাইতে বেশি সমালোচিত হয়েছে।

গেল তিন মাস ধরে অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় নিরব ছিলেন রুনা। সেই নিরবতা ভেঙে আবারও খোলামেলা নতুন ছবি পোস্ট ফেসবুকে পোস্ট করলেন তিনি। যথারীতি তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার তুমুল সমালোচনাও চলছে রুনার এই নতুন ছবিগুলো নিয়ে। জানা যায়, এগুলো তার নতুন একটি ফটোশুটের ছবি।

ছবিগুলোতে রুনা খানকে কালো কালারের শাড়ির সঙ্গে ব্লাউজ (কটি) আর অফ সোল্ডার গাউনে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, কভারের কালো মেয়ে..! এর সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ছবিগুলো শেয়ার করার পর অভিনেত্রীর ভক্ত শুভাকাঙ্খীরা মন্তব্যের ঘরে নানা মন্তব্য করছেন। অনেকে আবার তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না।

নতুন এই ছবিগুলো তোলার কারণটা অবশ্য জানা গেছে। নিউইয়র্কভিত্তিক একটি ম্যাগাজিন দ্য ফেম এর প্রচ্ছদের জন্য ব্যবহার হয়েছে ছবিগুলো। জুলাই আগস্ট সংখ্যার দ্য ফ্রেম এর কাভার হয়েছেন এই অভিনেত্রী। এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের রুনা বলেছেন, ছবিগুলো জুনের দিকে তোলা। একই সময় আরও একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য আরও কিছু ছবি তোলা হয়েছে।

সুজা/১০/২৪

Leave A Reply

Your email address will not be published.