টি এন্ড টেলস: এক অনন্য সাহিত্য বিকেল

উপকণ্ঠ প্রতিবেদক

0

সম্প্রতি উত্তরার বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউস পরিণত হয়েছিল সাহিত্যপ্রেমীদের মিলনমেলায়! ‘টি এন্ড টেলস’ শীর্ষক এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি আলতাফ হোসেন এবং খ্যাতিমান অনুবাদক ও প্রাবন্ধিক খালিকুজ্জামান ইলিয়াস, যারা তাদের অনবদ্য সাহিত্যকর্ম দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

কবি আলতাফ হোসেন তার সাম্প্রতিক কবিতা সংকলন থেকে আবৃত্তি করেন, যেখানে উঠে আসে আত্মপরিচয় এবং মানবিক অভিজ্ঞতার গভীর দিকগুলো। এরপর লেখক খালিকুজ্জামান ইলিয়াস তার আলোচিত বইয়ের অংশবিশেষ পাঠ করেন, যেখানে সমাজ এবং ইতিহাসের পরিপ্রেক্ষিতে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীরা লেখকদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন, যেখানে উঠে আসে লেখনশৈলী, সাম্প্রতিক সাহিত্য প্রবণতা এবং বাংলা সাহিত্যের পরিবর্তনশীল গতিপ্রকৃতির নানা দিক। চা-চক্র এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত অতিথিরা লেখকদের কাছ থেকে তাদের স্বাক্ষরিত বই সংগ্রহ করার সুযোগ পান।

পূর্ণ প্রেক্ষাগৃহের সান্নিধ্যে ‘টি এন্ড টেলস’ সত্যিই এক অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিল। আয়োজক সূত্রে জানা যায়, এমন আরও অনুষ্ঠান হবে অচিরেই যেখানে থাকবে, বেস্ট এক্সোটিক বুকস্টোর এন্ড টিহাউসে যেখানে চা, গল্প আর বইপ্রেমের পরিবেশ।

সুজা/১০/২৪

Leave A Reply

Your email address will not be published.