রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন হাসান তালুকদার

মাসুদ মোশাররফ

0

শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। তিনি সাবেক উপাচার্য ড. শাহ আজমের স্থলাভিষিক্ত হলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ১৯১৬ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এসএস হাসান তালুকদারকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ্ আজমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধ্য করার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওই আন্দোলন ও আমরণ অনশনের তোপের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ২২ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য ড. মো. শাহ আজম। ড. মো. শাহ আজম ২০২১ সালে ৭ ডিসেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ছিলেন।

সুজা/০৯/২৪

Leave A Reply

Your email address will not be published.