ফেনীতে জলবায়ু ন্যায্যতার দাবিতে ধর্মঘট ও পদযাত্রা

ফেনী প্রতিনিধি

0

ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে জলবায়ুর ন্যায্য দাবিতে ধর্মঘট ও পদযাত্রা করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা ইউনিট। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মুহুরী নদীর পাড়ে জলবায়ু কর্মীরা ধর্মঘটে অংশ নেন। এ সময় সমবেত জলবায়ু যোদ্ধারা নানা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি প্রদর্শন করেন।

ইয়ুথনেট ফেনী জেলার সমন্বয়কারী ফাহিম মুনতাসীর তন্নী বলেন, জীবাশ্ম জ্বালানিতে আমাদের নির্ভরতা কমানো যে কত জরুরি, সেটা বোঝার জন্য দীর্ঘকাল অপেক্ষা করার প্রয়োজন নেই। আমাদের টেকসই এবং ন্যায়সংগত নবায়নযোগ্য শক্তির উৎসগুলোতে রূপান্তর করার জন্য অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করার এখনই সময়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে, তা সম্প্রতি ঘটে যাওয়া ফেনীর বন্যা দেখে আন্দাজ করতে পারি। আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার দিকে নজর দিতে হবে। এ আন্দোলন কেবল একটি প্রতিবাদ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার। আমরা একসঙ্গে কাজ করলে, জলবায়ু সংকটের সমাধান সম্ভব।

এছাড়াও এক বিবৃতিতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখনই আমাদের জ্বালানি নীতিগুলো ঢেলে সাজানোর সময় এসেছে এবং নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর করতে হবে। বাংলাদেশের তরুণরা পরিবর্তনের জন্য আর অপেক্ষা করবে না—দেরি হওয়ার আগে এখনই এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমাদের নেতাদের অবশ্যই সাহসী পদক্ষেপ নিতে হবে যাতে একটি টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

উল্লেখ্য ২০১৮ সুইডিশ পার্লামেন্টের বাহিরে ‘স্কুল স্ট্রাইক ফর দ্যা ক্লাইমেট’ নাম দিয়ে আন্দোলন শুরু হলেও পরে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ নামে সারাবিশ্বে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন।

সুজা/০৯/২৪

Leave A Reply

Your email address will not be published.