বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই: মাওঃ রফিকুল ইসলাম খান

মাসুদ মোশাররফ

0

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। এদেশে একজন মুসলিম যে সুযোগ সুবিধা পাবে সেই একই সুযোগ সুবিধা অমুসলিমরাও পাবে। গতকাল ১৮ সেপ্টেম্বর, বুধবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর শাখার উদ্যোগে  গণসমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। কোনো ছ্যাঁচড়া চোরের নয়, বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে হাতের কব্জি কেটে দেয়া হবে। যা দেখে ছোট ছোট ছ্যাঁচড়া চোরেরা দূর্নীতি করার সাহস পাবে না।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারী ঘষেটি বেগম শেখ হাসিনা গণভবনকে বাপদাদার তালুক মনে করেছিল। কিন্তু সেখান থেকে ছাত্র-জনতা তাকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণভবন কারও বাপদাদার তালুক নয়।

শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল খালেক, মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।

পরে ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওঃ রফিকুল ইসলাম খান।

সুজা/০৯/২৪

Leave A Reply

Your email address will not be published.