চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার কিংবা সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের ভালো কোনো একটি পদে দেখতে চান তার অনুরাগিরা। এই বিষয় নিয়ে গত কয়েক দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগিরা বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। যদিও এ ব্যাপারে অনুপম হায়াতের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অনেকেই তাকে ভালো একটি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে দেখতে চান।